• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

২৮ বছর ধরে দিরাই যুবলীগের সভাপতি পদে থাকা রঞ্জন আটক


সুনামগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:৫২ পিএম
২৮ বছর ধরে দিরাই যুবলীগের সভাপতি পদে থাকা রঞ্জন আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়কে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে থানা রোড থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি প্রায় ২৮ বছর ধরে যুবলীগের পদে আছেন। গত সংসদ নির্বাচনে নৌকার পক্ষে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আল আমীন চৌধুরীর একনিষ্ঠ কর্মী ছিলেন রঞ্জন রায়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

রঞ্জনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই যুবলীগ নেতা দীর্ঘ দিন ধরে গা ডাকা দিয়ে থাকলেও কয়েক দিন ধরে প্রকাশ্যে আসেন।

আইএ

Wordbridge School
Link copied!