• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

তামিম-মুশফিকদের সংবর্ধনা মাত্র ৪ মিনিট, ক্ষোভে ভাঙচুর


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৬:৫৮ পিএম
তামিম-মুশফিকদের সংবর্ধনা মাত্র ৪ মিনিট, ক্ষোভে ভাঙচুর

ঢাকা: বরিশালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের সংবর্ধনাকে কেন্দ্র করে সৃষ্টি হলো এক অভাবনীয় দৃশ্য। উচ্ছ্বাসের জায়গা নিল ক্ষোভ, আর উদযাপন পরিণত হলো বিশৃঙ্খলায়। হাজারো মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রিয় ক্রিকেটারদের সেভাবে দেখতে বা শুনতে না পাওয়ায় একপর্যায়ে মঞ্চ ভাঙচুর করে ক্ষুব্ধ দর্শকরা।

রোববার ( ৯ ফেব্রুয়ারী) দুপুর ১টা থেকেই বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়। তীব্র রোদ উপেক্ষা করে ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাতে থাকেন, যেন একটিবারের জন্য হলেও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্তকে কাছ থেকে দেখা যায়। আয়োজকদের প্রতিশ্রুতিতে সবাই আশায় বুক বেঁধেছিল বিপিএল চ্যাম্পিয়নদের কাছ থেকে কিছু কথা শোনা যাবে, কিছুক্ষণ অন্তত তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া যাবে।

কিন্তু সেই আশায় যেন বড়সড় ধাক্কা লাগল। বিকেল ৪টার দিকে যখন ফরচুন বরিশাল দল লাল রঙের দুটি গাড়িতে করে পার্কে প্রবেশ করল, তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। মুহূর্তেই পুরো পার্ক জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে। কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হলো মাত্র ৩-৪ মিনিট। 

তামিম-মুশফিকরা। কিন্তু কেউ কোনো বক্তব্য রাখলেন না, কোনো সেলফি তোলার সুযোগও পেল না দর্শকরা। খেলোয়াড়রা শুধু হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে ট্রফি উঁচিয়ে দেখালেন, তারপর বিদায়! মুহূর্তেই উচ্ছ্বাস বদলে গেল হতাশায়। এত কষ্ট করে অপেক্ষা করা দর্শকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে, এবং সেই হতাশাই রূপ নেয় ক্ষোভে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এত বড় আয়োজনে মাত্র কয়েক মিনিটের জন্য খেলোয়াড়দের দেখা পাওয়া ছিল অনেকের কাছে অসম্মানজনক। দর্শকদের অনেকেই অভিযোগ করেন, তারা কোনো বক্তব্য শুনতে পারলেন না, তাদের ভালোবাসার নায়কদের সঙ্গে স্মৃতির ছবি তোলার সুযোগও পেলেন না। একপর্যায়ে ক্ষুব্ধ দর্শকরা চিৎকার করতে থাকেন, কিছু চেয়ার ভাঙচুর করা হয়, এবং শেষ পর্যন্ত মঞ্চের কিছু অংশও ক্ষতির শিকার হয়।

এক তরুণ দর্শক হৃদয় হোসেন বলেন, এত ছোট একটা মঞ্চ! আমরা তো মনে করেছিলাম খেলোয়াড়দের কাছ থেকে কিছু কথা শুনব, কিছু সময় কাটাব। কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হলো। একই হতাশা প্রকাশ করেন স্কুলশিক্ষক মারুফ হোসেনও। তিনি বলেন, সারা দিন অপেক্ষায় রেখে মাত্র ৩-৪ মিনিটের জন্য এসে চলে গেলেন! বরিশালবাসী এটা মেনে নিতে পারছে না।

এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন আয়োজনের মানে কী? বিপিএল চ্যাম্পিয়ন দলের জন্য সংবর্ধনা হলে তা যেন প্রকৃত অর্থেই উদযাপনমুখর হয়। ক্রিকেটপ্রেমীরা চান, প্রিয় খেলোয়াড়দের সঙ্গে অন্তত কিছুটা সময় কাটানোর সুযোগ, তাদের অনুভূতি শোনার সময়। কিন্তু মাত্র ৩-৪ মিনিটের আনুষ্ঠানিকতার কারণে সেই আনন্দ হারিয়ে গেছে।

বরিশালের মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু সেটি পূরণ না হওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আয়োজকদেরও উচিত ছিল দর্শকদের আবেগকে গুরুত্ব দেওয়া। ফরচুন বরিশালের এই বিপিএল জয় বরিশালের জন্য গর্বের বিষয়, কিন্তু সংবর্ধনার এই অভিজ্ঞতা দর্শকদের জন্য এক অপ্রত্যাশিত হতাশা হয়ে থাকল।

এআর

Wordbridge School
Link copied!