Menu
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন–এর এক সাবেক পরিচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম উৎপল রায়। তিনি একটি ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়। উৎপল রায়ের দুই ছেলের একজন প্রবাসে থাকেন। আরেকজন উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।
নিহতের ছেলে উজ্জ্বল জানান, অফিস শেষে রাত ৯টার দিকে বাসায় এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ করা। পরে পাশের ফ্ল্যাটের লোকজন নিয়ে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান, তার বাবার গলা কাটা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।
তিনি জানান, আলমারি থেকে মায়ের রেখে যাওয়া ১৪–১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ওসি নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি ক্রাইমসিন দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT