• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০
কুড়িগ্রাম

বিজিবির কড়া প্রতিবাদে সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:৪৩ পিএম
বিজিবির কড়া প্রতিবাদে সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকার গাছ থেকে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ।

বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে বিএসএফ সদস্যরা গোপনে বাঁশজানি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ নম্বর সাব-পিলারের পাশে বাংলাদেশের দিকে তাক করে একটি গাছে সিসি ক্যামেরা স্থাপন করে। 

পরদিন সকালে স্থানীয়রা সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে বিজিবি সদস্যদের খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে প্রতিবাদ জানায়।

সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ক্যামেরাটি খুলে ফেলার বিষয় বিএসএফ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!