Menu
নড়াইল: নড়াইল সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ফুলশ্বর ও সরকেলডাঙ্গায় নড়াইল-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকালে ফুলশ্বর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেন্টু হাওলাদার(২৫) ও মো. সাব্বির নামে দুইজন মারা যান৷ নিহত সেন্টু নড়াইল সদর উপজেলার তুলারামপুর এবং সাব্বির কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা।
এর আগে বুধবার বেলা ১২ টার দিকে একই সড়কের সরকেলডাঙ্গায় স্কুল থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সরকেলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী আছিয়া খানম আহত হয়। পরে আছিয়াকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আছিয়া নড়াইল সদর উপজেলার সরকেলডাঙ্গা গ্রামের ফারুক মোল্যার ছোট মেয়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একইদিনে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT