Menu
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক নির্মাণ কাজে নিয়জিত দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনলিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত তুষা খানের ছেলে মো: শামীম খান (৫০) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।
পুলিশ জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন নিহতরা। এসময় আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা সংস্কার কাজে নিয়োজিত দাঁড়িয়ে থাকা একটি ভেকু মেশিনের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক তাহেরুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT