• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামের উলিপুরে ওলামা লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


কুড়িগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:১৬ পিএম
কুড়িগ্রামের উলিপুরে ওলামা লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক উলিপুর বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা গেটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুর রহমান উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গতবছরের ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!