Menu
ফাইল ছবি
সিলেট: সিলেটে ১৫ দিনে ১৩ মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে সড়ক দূর্ঘটনা, আত্মহত্যা, ছাগল চড়ানো দ্বন্দ্বে সংঘর্ষে মৃত্যুর ঘটনাও রয়েছে।
চলতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনা, একটি মারামারি, নিখোঁজের পর মরদেহ উদ্ধার, আত্মহত্যা ও আরও একটি সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মৃত্যু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষন করে এ তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ ১২ ফেব্রুয়ারি তিনটি মৃত্যুর ঘটনা ঘটে। এদিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মো. রজব আলী (৫০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। নিহত রজব উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার বাসিন্দা।
একইদিন পরিবার নিয়ে সিলেটের সাদা পাথরে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়। দুপুরে সিলেট- কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এদিন সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হন। অটোরিকশার (সিএনজি) চালকসহ ৭ জন আহত হয়েছেন। বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
এরআগে ৮ ফেব্রুয়ারি উরস মাহফিল থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হন।
৭ ফেব্রুয়ারি সিলেটের দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোলারের চাকার নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তিনি। সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার ৬ নং লালাবাজার ইউনিয়ন ফকিরেরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে।
৬ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় পূর্ণিমা রেলী (১২) শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে পানির পাইপের কাছে ছাগল চড়ানো দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে আঃ সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আঃ সাত্তার উপজেলার বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
২ ফেব্রুয়ারি সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান। সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এরআগে চলতি মাসের প্রথম দিন ১ ফেব্রুয়ারি মহানগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষ থেকে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT