Menu
ছবি : প্রতিনিধি
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুষ্প রাণী দাস নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে অবসরজনিত কারণে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে কলেজের প্রতিষ্ঠাতার গাড়িতে করেই কর্মস্থল থেকে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এদিকে পুষ্প রাণীকে বিদায় দিতে কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া ও অধ্যক্ষ কামরুন নাহার পলিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে আসেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য শেষে পুষ্প রাণীকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন তারা। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান প্রমুখ।
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, কলেজের শুরু থেকেই পুষ্প রাণী চাকরি করে আসছেন। তিনি এখানে ১৫ বছর চাকরি করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দায়িত্বের প্রতি অবিচল থেকে সবসময় তিনি প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন। এজন্য তার বিদায়বেলা আনন্দময় করতে চেষ্টা করেছি।
প্রসঙ্গত, পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। স্থানীয় দত্তপাড়া গ্রামেই তার বাড়ি।
জেইউবি/এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT