Menu
ছবি : প্রতিনিধি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে বাহনে থাকা তার স্ত্রী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারগুন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের দানারহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে জেলা শহরের দিকে আসছিল মোটরসাইকেল আরোহী আব্দুল লতিফ। এসময় ঢলোডাঙ্গী মাদ্রাসা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর অভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়।
ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক আব্দুল লতিফ। গুরুতর আহত হয় একই মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ফাতেমা বেগম।
পরে প্রত্যক্ষদর্শীরা দুজনকেই উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করে। আহত ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, বিষয়টি জানার পর ট্রাক্টরটি আটকের চেস্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT