• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আল্লাহ ও রাসুলকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল


কুমিল্লা প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:২০ পিএম
আল্লাহ ও রাসুলকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

কুমিল্লা: আল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সাজ্জাদুর রহমানকে (রাখাল রাহা) গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের ছাত্র-জনতা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগঞ্জ শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সভাপতি হাসান আহম্মেদ। 

বক্তব্যে তিনি বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কিভাবে রাখাল রাহা এবং হাসাল গালিব নবীকে নিয়ে কটুক্তি করে।আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে এ দুইজন সেকুলারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদণ্ড দিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন বক্তারা। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সেক্রেটারি নাজমুল হাসান, কলেজ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক ডক্টর আকিব আবদুল্লাহ, প্রচার সম্পাদক ডাক্তার আবদুল্লাহ খাঁন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

আইএ

Wordbridge School
Link copied!