Menu
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভুল্লী থানার বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আহত ব্যক্তির নাম কবিরুল ইসলাম।তিনি ভুল্লী থানার আরাজী কেশুরবাড়ী এলাকার বাসিন্দা।
আহত কবিরুল ইসলাম গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হন। চোখের চিকিৎসা করাতে ঢাকা যান কবিরুল ইসলাম। ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ির উদ্দেশ্যে গতকাল রাতে রওনা হন তিনি।
জানা গেছে, সকালে আনুমানিক সাড়ে ৫টায় বাস থেকে ভূল্লীতে নামেন কবিরুল। নামা মাত্রই ৪/৫ জন মোটরসাইকেল আরোহী অজ্ঞাত সন্ত্রাসীরা কবিরুলকে লক্ষ করে দেশিয় অস্ত্র দা দিয়ে এলোপাথারি কোপায় এবং মারধর করে। আশে পাশের লোকজনের টের পেয়ে গেলে আহত কবিরুলকে ফেলে চলে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা আহত কবিরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।বর্তমান কবিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় আছেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন জানান, জয়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখমের কারণে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। তিনি ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT