• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

শেরপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১


শেরপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:৫০ পিএম
শেরপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১

শেরপুর: শেরপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. হারেজ আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত হারেজ আলী সদর উপজেলার হরিণধারা গ্রামের মৃত শরাফত আলী মন্ডলের ছেলে।। তিনি ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ওপর আদালতের স্থগিতাদেশ ছিল। এরপরও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল শনিবার সকালে একটি পক্ষ নিয়ে সভা করতে যান। এসময় অপর পক্ষের কিছু লোকজন তাদের বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এরই জেরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে হারেজ আলীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পর আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আইএ

Wordbridge School
Link copied!