Menu
কুড়িগ্রাম: চরাঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডপে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চর উন্নয়ন কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং চর এলাকার উন্নয়নের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় ও চর উন্নয়ন কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, চর ইউনিয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা। ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, শিক্ষক গোলাম মর্তুজা বকুলসহ এলাকাবাসী মনির, আবুল ও সালেহা সহ আরো অনেকে।
বক্তারা জানান, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ বাড়ানো প্রয়োজন। চর এলাকার উন্নয়ন এবং প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে একটি আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা রয়েছে।’
‘শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এছাড়াও বন্যা ও নদী ভাঙনের প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও আমরা জানাচ্ছি।’
এ সময় চরবাসীদের পক্ষ থেকে দ্রুত চর বিষয়ক মন্ত্রণালয় করে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের দাবি জানান।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT