Menu
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় প্রাইভেট কার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম (৪৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এছাড়াও অটোরিকশার ১ যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে শরিফুল ইসলাম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকা গামী একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় চালক শরিফুল ইসলামের ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মৃত্যু হয়। এসময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় প্রাইভেট কার রেখে প্রাইভেট কার চালক পালিয়ে গেছে। প্রাইভেট কার আটক করা হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেট কার আটক করা হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT