• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১২:০৯ পিএম
পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 

ছবি : প্রতিনিধি

বরগুনা: উপকূলীয় অঞ্চল বরগুনা পাথরঘাটা উপজেলা-সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর নদের চরদুয়ানী পর্যন্ত অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। অভিযানে  ৬৫ পিস বেহুন্দী জাল, ২৮ পিস চায়না দুয়ারী জাল, ৩০ পিস মশারি নেট বেহুন্দী এবং ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিয়া মাঠ এলাকার বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর নদের চরদুয়ানী পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন রকমের অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!