Menu
ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- একই গ্রামের আব্দুস ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েব।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশের কাছে এই সংবাদ পৌঁছালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সামাজিক অনুষ্ঠানের লোকজন ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা হেলাল খানের গ্রেপ্তারের খবর শুনে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং জোরপূর্বক হেলাল খানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
ওসি মো. মারুফ হোসেন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা হেলাল খান আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় জনতা পুলিশের উপর হামলা করে এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT