Menu
ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রথমে নেছারাবাদ ফায়ার সার্ভিস পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার স্টেশন কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৩০ টি দোকান পুড়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেনসহ অনেকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখা যায় দোকান গুলো আগুনে জ্বলছে। দোকানের মালামাল বের করা যায়নি। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। এতে আমাদের বাজারের প্রায় ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পিরোজপুরের সদর উপজেলার পাঁচপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচপাড়া বাজারের জয়দেব মজুমদারের সারের ও ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী বিজয় মৃধার ওষুধের দোকান, রিপন মন্ডলের বইয়ের দোকান, নিমাই মিস্ত্রির মিষ্টির দোকান, পল্লব হালদারের কাপড়ের দোকান, জগদীশ মজুমদারের হাঁড়ি পাতিলের দোকান, উত্তম বৈরাগীর স্বর্নের দোকান, রতন মিস্ত্রির ওষুধের দোকান, লিটন ঘরামীর মোবাইলের দোকান, স্বপন বড়ালের ওষুধের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT