• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মির্জাপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বরযাত্রী নিহত


টাঙ্গাইল প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:১৯ পিএম
মির্জাপুরে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বরযাত্রী নিহত

ছবি : প্রতিনিধি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় এক বরযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৩জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ঢাকা উত্তরা এলাকার সিরাজ মিয়া (৫৫)।

পুলিশ জানায়, ঢাকা থেকে বরযাত্রী নিয়ে ১২টি গাড়ি টাঙ্গাইল শহরে যাচ্ছিলো। এসময় বেপোয়ারা গতির একটি মাইক্রোবাস মির্জাপুর উপজেলার নাটিয়াপড়া এলাকায় পৌঁছালে দাড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। পরে আহত ৪জনেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ না করেই মরদেহ নিহতের স্বজনেরা নিয়ে যায় ।

এসআই

Wordbridge School
Link copied!