• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি


নেত্রকোনা প্রতিনিধি মার্চ ১, ২০২৫, ০৭:২০ পিএম
পূর্বধলায় মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি

নেত্রকোনা: মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে নেত্রকোনার পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১মার্চ) বেলা ২ ঘটিকায় র‍্যালিটি পূর্বধলা সাব-রেজিস্টার মাঠ থেকে শুরু হয়ে পূর্বধলা বাজারে জামতলাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পল্লী বিদুৎ অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা সাবেক জয়েন সেক্রেটারি মাওলানা আলমগীর হুাসাইন, ইসলামী যুব বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখা সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি সায়াদ আল ফাহিম প্রমুখ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সহযোগী সংগঠন পূর্বধলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে এর পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলায় হোটেল, রেস্তোরা বন্ধ রাখতে হবে, অশ্লীল ছায়াছবি, নাটক প্রদর্শন বন্ধ রাখতে হবে, সুদ, ঘুষ, জুয়া ও দুর্নীতি পরিহার করতে হবে, মিথ্যাচার ও অশ্লীল কথা পরিহার করুন, মদ, গাঁজা, ধূমপানসহ যাবতীয় নেশা থেকে বিরত থাকতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে, সন্ত্রাসী, চাঁদাবাজী ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে, খোদাদ্রোহী, নাস্তিকদের ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এআর

Wordbridge School
Link copied!