• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

রমজানে ১০০ টাকায় কেনা যাবে গরুর মাংস


সাতক্ষীরা প্রতিনিধি মার্চ ১, ২০২৫, ০৭:৫৫ পিএম
রমজানে ১০০ টাকায় কেনা যাবে গরুর মাংস

সাতক্ষীরা : পুরো রোজার মাস জুড়ে দেশের সবখানে যখন মূল্যবৃদ্ধি আর মজুতদারির খবর তখন সাতক্ষীরায় স্বস্তির খবর হলো মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর মাংস। সংযমের মাস রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এনে জেলা সদরে এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে বলে জানায় প্রাণিসম্পদ অধিদপ্তর।

শনিবার (১ মার্চ) পহেলা মার্চ সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিসের সামনে এই সুলভ মূল্যে অস্থায়ী দোকান বসানো হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে শুধু মাংস বিক্রি হবে না, সাশ্রয়ী দামে পাওয়া যাবে দুধ ও ডিম।

চকরিয়ার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টারচকরিয়ার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

ইউএলও নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে তড়িঘড়ি করে এই আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তবে দ্রুতই একার্যক্রমের পূর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, দুধ ৭০ টাকা লিটার এবং প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে ডিম। রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রাণিসম্পদ অফিসের লক্ষ্য।

মাংস কিনতে আসা ইব্রাহিম খলিল জানান, বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সেখানে এই বিশেষ বাজার সাধরণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একই সঙ্গে পূরণ হবে পুষ্টি চাহিদা।

গৃহবধূ নাসিমা খাতুন জানান, মধ্যবিত্তদের জন্য এটা অনেক উপকারে আসবে। মধ্যবিত্ত সমস্যায় অনেক কষ্টে থাকলের কারো কাছে হাত পাততে পারে না। তাই সুলভ মূল্যের দোকান থেকে কমদামে ডিম দুধ মাংস কিনে খেতে পারবে। এটি সময়োপযোগী উদ্যোগ।

এমটিআই

Wordbridge School
Link copied!