Menu
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তারাবিহ নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
রাত ১১ টার দিকে তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আহনাফ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবিহ নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমাদেরকে একা করে আব্বু না ফেরার দেশে চলে গেলেন। ভোররাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাব না। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন।
প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, নামাজ পড়া অবস্থায় তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জেইউবি/এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT