Menu
ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশালে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তেজিত জনতা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের বসতঘরে অগ্নিসংযোগ করেছে।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে নগরীর কাউনিয়া এলাকায় শাহীন হাওলাদারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, আগুন দেওয়া একটি অপরাধ, এ ঘটনায় অভিযোগ পেলে সেটিও আইনের আওতায় আনা হবে।
রোববার (২ মার্চ) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীন ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সুরুজ গাজীর মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
পরবর্তীতে সোমবার সন্ধ্যায় নিহতের বড় ভাই শাহীন গাজী বাদী হয়ে কাউনিয়া থানায় শাহীন হাওলাদারসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর রোববার রাতেই উত্তেজিত জনতা শাহীন হাওলাদারের বসতঘরে প্রথম দফায় আগুন ধরিয়ে দেয়, তবে এতে তেমন ক্ষতি হয়নি। কিন্তু সোমবার রাতে আবারও তার বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT