• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

৫৬ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে মিয়ানমার


কক্সবাজার প্রতিনিধি মার্চ ৬, ২০২৫, ০৫:৩৪ পিএম
৫৬ বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে মিয়ানমার

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় আটক ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ছয়টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমা মাছ ধরছিল। এ সময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। আটকের ১৫ ঘণ্টা পরে জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। তবে ট্রলারে থাকা মাছগুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন।

ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ছয়টি ট্রলার মাছ ধরার একপর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।

আইএ

Wordbridge School
Link copied!