• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


সুনামগঞ্জ প্রতিনিধি মার্চ ৬, ২০২৫, ০৯:৫৮ পিএম
সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ২ কোটি টাকার ভারতীয় সানস্ক্রিন স্ক্রিন, শার্ট, প্যান্ট ,পাঞ্জাবি ও কাপড় জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বিওপির সদস্যরা ভারতীয় এসব পণ্য জব্দ করেন। 

জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা। 

এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য জব্দ করা হলেও চোরাচালান কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা থেকে ২ কোটি টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!