• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ১০, ২০২৫, ১২:০৪ পিএম
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু'জন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের ভাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দু'জন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!