• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু


বরিশাল প্রতিনিধি মার্চ ১২, ২০২৫, ১২:১১ পিএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ফাইল ছবি

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা ছিলেন। অপরজন ভ্যানচালক স্বপন খান (৬০), যিনি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে যায়। এতে চালক ও এক যাত্রী ছিটকে মহাসড়কে পড়ে যান।

স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এসআই
 

Wordbridge School
Link copied!