Menu
ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালক গোলাম হোসেন ওরফে রকি (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১২ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, সংঘর্ষের সময় গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকে তিনি অচেতন ছিলেন এবং মঙ্গলবার রাত ৮টা দিকে তার মৃত্যু হয়। এদিকে, নগরের বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান জানিয়েছেন, সংঘর্ষে কেউ আহত হয়েছিল বলে তার জানা নেই এবং এ বিষয়ে কোনো তথ্য পাননি।
গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর আগের রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান চালানো এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষেও মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাধে। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ ও গুলির শব্দে রনক্ষেত্রে পরিনত হয় পুরো এলাকা।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ চলাকালে গোলাম হোসেন রকি রিকশা রেখে বাসায় ফিরছিলেন। তখন এক পক্ষের নেতাকর্মীরা তাকে প্রতিপক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরের দড়িখড়বোনা মহল্লায় স্ত্রীসহ ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সংঘর্ষের একটি পক্ষের নেতারা স্বীকার করেছেন যে, রিকশাচালকের আহত হওয়ার বিষয়টি তাদের জানা আছে। তবে ঘটনাস্থলে না থাকার কারণে কীভাবে তিনি আহত হয়েছেন, তা বলতে পারেননি। তবে বিএনপি নেতারা দাবি করছেন, আহত গোলাম হোসেনের চিকিৎসার খরচ বহন করেছেন এবং তার পরিবারের খোঁজখবর নিয়েছেন।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT