• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে ধরে পুলিশে দিলো স্থানীয়রা


লালমনিরহাট প্রতিনিধি মার্চ ১৪, ২০২৫, ০৭:২৩ পিএম
লালমনিরহাটে শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

লালমনিরহাট: লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার সময় হাতে নাতে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জহুরুল মোল্লা (৩০) বরিশালের আগৌলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। তিনি ওই এলাকার গ্রামীন ফোন টাওয়ারের শ্রমিক হিসেবে কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জহুরুল মোল্লা উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় গ্রামীন ফোন টাওয়ারের একজন শ্রমিক হিসেবে কাজ করতো। এর সুবাধে সে এলাকায় ওই শিশুর বাড়িতে যাতায়াত করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় যুবক জহুরুল মোল্লা। এসময় শিশুটির আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে লম্পট জহুরুল মোল্লাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরীক্ষা ও আলামত সংগ্রহের জন্য  নির্যাতিত শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক জহুরুল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইএ

Wordbridge School
Link copied!