Menu
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে (৫৬) ২০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত রমজান আলী। ২০০৪ সালে তার নামে একটি সিঁধেল চুরি মামলা হয়। পরে ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হলে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি সিলেট ও মৌলভীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে বসবাস করতে থাকেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ গ্রামের বাড়িতে আসেন আলী। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সেখানে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি আলীকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT