• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০
উপদেষ্টা মাহফুজ

রাষ্ট্র পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি


গাজীপুর প্রতিনিধি মার্চ ১৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
রাষ্ট্র পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি

গাজীপুর : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।’

শুক্রবার (১৪ মার্চ) তা’মীরুল মিল্লাত টঙ্গীর শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মাহফুজ আলম ২০১৩-১৫ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!