• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ১৫, ২০২৫, ০৮:১৩ পিএম
ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিলো। দুপুরে পুকুরে ৬০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন বালু শ্রমিকরা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।

ওসি বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কিনা। তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।

আইএ

Wordbridge School
Link copied!