Menu
ফেনী: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মোজাম্মেল হোসেন বিজয়কে মারধরের পর শুক্রবার (১৪ মার্চ) রাতে তাকে ফেনী মডেল থানায় সোপর্দ করেছে ছাত্র-জনতা। মোজাম্মেল পরশুরাম উপজেলার অলকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য।
সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন ঢাকায় ছিলেন মোজাম্মেল হোসেন বিজয়। অসুস্থ মাকে দেখতে ফেনী আসেন তিনি। শুক্রবার রাতে তাকে ফেনী শহরের ডাক্তার পাড়ায় হাঁটতে দেখে পরশুরাম কিছু ছাত্র-জনতা। এ সময় উত্তেজিত জনতা বিজয়কে মারতে মারতে ফেনী মডেল থানার নিয়ে পুলিশে সোপার্দ করে। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার এক সদস্যকে থানায় নিয়ে আসে ছাত্র-জনতা। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT