Menu
বরিশাল: বরিশালের হিজলা কলেজ ছাত্রদল নেতা আরিফ তালুকদারের বিরুদ্ধে কিশোরীর বাড়িতে হানা দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী অভিযুক্তদের গণপিটুনি দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের মফিজ উদ্দিন হাওলাদার এর বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাতে দলবলসহ হানা দেয় ছাত্রদলের কলেজ যুগ্ম আহবায়ক আরিফ তালুকদার। এই বাড়ির বাসিন্দা আবুল সরদারের ১৪ বছর বয়সী মেয়ে কেন এক ছেলের সাথে প্রেম করছে, সে অপরাধের দায় হিসেবে চাঁদা দাবি করে তারা।
কথা কাটাকাটির একপর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকতে চাইলে পরিবারের লোকজনের চিৎকারে বাড়ির অন্য লোকজন এবং প্রতিবেশীরাও জড়ো হন।
ডাকাত পড়েছে সন্দেহে অবরুদ্ধ করে গণপিটুনি দেয়া হয় তাদের। খবর পেয়ে হিজলা থানার ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশ গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে।এসময় লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ বাড়ির বাসিন্দাদের।
এদিকে, অভিযুক্তদের আটক না করে ছেড়ে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। ওসি আবুল কালাম জানান, আশপাশের গাছপালা ও ঘরের বেড়ায় আঘাত করে লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে। অভিযুক্তদের ছেড়ে দেয়ার বিষয়টি এড়িয়ে তিনি দাবি করেন, ঘটনার বিষয়ে জানতে হামলার শিকার পরিবারের একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। আরিফসহ আহতদের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরিফের ফেলে যাওয়া মোটরসাইকেল উদ্ধারে সেলিম রাঢ়ি নামে এক স্বজন গেলে তাকেও পিটুনি দেয় কিশোরীর বাড়ির লোকজন।
তবে পুরো বিষয়টি অস্বীকার করে আরিফ দাবি করেন, স্থানীয় কিছু মহলের অপতৎপরতার শিকার তিনি।
এদিকে, ছাত্রদল নেতার এহেন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন হিজলা ডিগ্রী কলেজ ছাত্রদল আহবায়ক সাইদুল মীর। তিনি বলেন -'আরিফ আমাদের সংগঠনের কলঙ্ক, ও বিগত দিনে এইরকম অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে, গত ৫ আগস্ট এর পরে ও বেপরোয়া হয়ে উঠেছে। ওকে আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ওর জন্য হিজলা কলেজ ছাত্রদল আজ কলঙ্কিত, তাই ওর ব্যাপারে আমরা নিরুপায় ও আমাদের নিয়ন্ত্রণের বাইরে।'
এলাকায় কিশোর গ্যাং ও মাদকাসক্তদের নিয়ে নিজস্ব বাহিনী গঠন করে অপকর্মের অভিযোগ রয়েছে আরিফের বিরুদ্ধে। তাই আইনগত ব্যবস্থা নিতেও ভয় পাচ্ছে কিশোরীর পরিবার। প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানান তারা।
এদিকে ন্যায়বিচার দাবিতে মিছিল করেন স্থানীয়রা।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT