Menu
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙে তারই গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে রোববার (১৬ মার্চ) রাতে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান রয়েছে তাদের।
গত ১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমেদের দুটি হাত ও বাম পা ভেঙে বাপের বাড়ি পালিয়ে যায়। অসহ্য যন্ত্রণার কারণে শিশুটি দিনরাত ঘুমাতে পারছে না। মায়ের হাতে সন্তানের এমন নির্মম নির্যাতন ও অমানবিক আচরণে বাকরুদ্ধ পুরো এলাকার মানুষ। শিশুটির কান্না থামাতে আশপাশের নারী-পুরুষ ছুটে এলেও পিতার কোল ছাড়া কারো কাছেই থাকছে না।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবুঝ শিশুটি হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এ সময় তার পিতা আশরাফুল অশ্রুসিক্ত চোখে সন্তানের পাশে বসে চোখের জল ফেলছেন।
আশরাফুল জানান, ছোটখাটো যে কোন বিষয় নিয়ে একটু তর্কবিতর্ক হলে তাকে মারতে দা-বটি নিয়ে কয়েকবার আক্রমণ করেছে এবং তার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি।
এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ সময় তিনি আরও জানান, রাতে প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যে কোন অঘটন ঘটিয়ে থাকেন।
তিনি বলেন, ‘স্ত্রীর পরকিয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।’
স্থানীয়রা জানায়, ‘মেয়েটির আচরণ খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সাথে অশালিন আচরণ নিত্য দিনের। কিন্ত ছোট্ট সন্তানের হাত-পা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, ‘এ ব্যাপারে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT