Menu
বরগুনা: অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বিষয়টি তালাত মাহমুদ রাফি তার ফেসবুকে নিশ্চিত করেন।
খান তালাত মাহমুদ রাফি তার ফেসবুকে হবু স্ত্রীর ছবি দিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ।নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য। ❤️ ০৩/১২/১৪৩১ বাংলা। অপরদিকে তার হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু তার ফেসবুকে তাদের ছবি দিয়ে লিখেন আলহামদুলিল্লাহ।
খান তালাত মাহমুদ রাফির সঙ্গে বিয়ের পিড়িতে আবদ্ধ হওয়া নারী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায়। মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মোঃ জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
বিয়ের বিষয়ে মিতুর বাবা জাকির হোসেনকে মুঠোফোনে জানতে চাওয়া হলে জানান, পারিবারিক ভাবেই রাফি ও মিতুর বিয়ে হচ্ছে। তবে কখন কোথায় হচ্ছে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন ছেড়ে দেন। তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিং করার জন্য গেলে রাফির সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই বিয়ের সূত্রপাত।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT