• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

উদ্বোধন হলো যমুনা রেল সেতু


টাঙ্গাইল প্রতিনিধি মার্চ ১৮, ২০২৫, ১২:৪০ পিএম
উদ্বোধন হলো যমুনা রেল সেতু

ফাইল ছবি

টাঙ্গাইল: দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন।

ইব্রাহিমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনে করে সিরাজগঞ্জের সায়দাবাদ রেলস্টেশনে যাবেন তারা। সেখান থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে যমুনা রেলসেতু কর্তৃপক্ষের।

এসআই

Wordbridge School
Link copied!