• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে আটক


নীলফামারী প্রতিনিধি মার্চ ১৯, ২০২৫, ০২:০৯ পিএম
সৈয়দপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে আটক

নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর আমিন রনি (৩৫) এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের পৌর ১০ ওয়ার্ডের হাওয়াল পাড়ায় ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আকবর আলীর ছেলে নুর আমিন। সে গত তিন মাস যাবৎ হাওয়ালদার পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ঘটনার দিন বিকালে তার মা শিশুাটিকে বাড়িতে না পেয়ে খুঁজতে শুরু করেন। প্রতিবেশি সবকটি বাড়িতে খোজার পর কোথাও না পেয়ে হতাশ হন। পরে রিক্সাচালক নুর আমিনের বাড়িতে খুঁজতে ডাকাডাকি করলে সে বাড়ির দরজা বন্ধ করে দেয়। এতে শিশুটির মায়ের সন্দেহ হয়। ঘটনাটি এলাকাবাসিকে জানালে ওই রিক্সাচালকের বাসায় ঢুকে শিশুটিতে উদ্ধার করে।

এ সময় বখাটে নুর আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  এলাকাবাসী তাকে আটক করে স্থানীয় থানাপুলিশের কাছে সোর্পদ করে।

স্থানীয়রা আরও জানায়, ওই যুবক এলাকায় বসবাস করলেও কারও সাথে মিশত না। সে বিভিন্ন সময় শিশুদের বিভিন্ন প্রলোভনে বাসায় ডেকে নিত।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নিজে বাদী হয়ে মামলার দায়ের করেছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!