• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩


টাঙ্গাইল প্রতিনিধি মার্চ ২০, ২০২৫, ১১:৫১ এএম
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

ছবি : প্রতিনিধি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬ টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি ।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এস.আই. নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চাউল বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় চাউলবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং চালকের সহকারী গুরুতর আহত হয়। অপর ট্রাকের চালক এবং সহকারী আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!