Menu
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটের একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটে থাকা ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্হানীয় ও প্রতক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তারাবো বিশ্বরোড় এলাকায় গ্রীণ সিটি সুপার মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্হানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্হলে এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত ২ টার দিকে তারাবো বিশ্বরোড এলাকায় হাসানের ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে থাকা গ্রীন সিটি সুপার নামক টিনশেড মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমাদের কাঁচপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ততক্ষনে মার্কেটের ভিতরের কাঠের ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের দোকান সহ ১৯টি দোকান পুড়ে যায় ছাই হয়ে গেছে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT