Menu
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে শুকুরের বাচ্চা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতা আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলা অজূর্না ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিএনপি সফিকুল ইসলাম জানায়, কয়েকদিন আগে শতাধিক শুকর নিয়ে উপজেলার যমুনা নদী সংলগ্ন কুঠিবয়ড়া এলাকায় যাওয়ার পর একটি শুকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই শুকর সেখানে একাধিক বাচ্চা প্রসব করে। পরে শুকর লালন পালনকারী বাড়ির মালিকদের সপ্তাহখানেক শুকরের বাচ্চার সংস্পর্শে না যাওয়ার অনুরোধ করে। পরে শুকরের ছানাগুলো বড় হলে ওই পরিবারের আশিক মোল্ল্যা নামের একজন শুকরের ছানাগুলো বিক্রি করে দেয়। তবে শুকর লালন পালনকারীরা গিয়ে শুকর না পেয়ে স্থানীয়দের কাছে বিচার প্রার্থনা করে। পরে বিষয়টি নিয়ে গাবসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকিরের সাথে আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বিএনপি নেতা সফিকুল ইসলাম ফকির ও তোতা মোল্লা আহত হন।
তাদের দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবাব সকালে তারা বাড়িতে চলে যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT