Menu
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ১ টাকার ইফতারের দোকানে জনমনে ব্যপক সাড়া পড়েছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষজন। আয়োজকরা জানান, প্রথমবার চাঁপাইনবাবগঞ্জে এ উদ্যোগ হলেও আগামী বছরগুলোতেও জেলার নিম্ন আয়ের মানুষের কথা ভেবে চালু রাখা হবে এমন মহৎ উদ্যোগ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ম্যাথরপাড়া মোড়ের বাসিন্দা ফরিদা বেগম। স্বামী মারা গেছেন আগেই। একমাত্র ছেলে আলাদা সংসার নিয়ে থাকলেও কোন খোঁজ রাখেন না। একা থাকেন বস্তির একটি খুপড়ি ঘরে। ভিক্ষা করে চলে সংসার। ৪ মেয়ের বিয়ে হলেও ৩ বছরের মধ্যে ২ মেয়ের ২ জামাই মারা যাবার পর ২ মেয়ে ও তাদের ৪টা সন্তান নিয়ে থাকেন একসাথে। এর মধ্যে এক নাতি প্রতিবন্ধি। মেয়েরা পরের বাড়ি কাজ করেও সংসার চালাতে হিমশিম। আর ইফতার কেনা তো তার কাছে বিলাসিতা। তাইতো নাতিকে নিয়ে ১ টাকার ইফতারের দোকানে ভীড় জমান ইফতারের জন্য।
এক প্রতিক্রিয়ায় তার ভাষ্য, এক টাকায় কি কিছু পাওয়া যায়। দয়া করে তারা ইফতার দিচ্ছে, দারুন খুশি তিনি।
গরীবদের জন্য এ উদ্যোগ প্রশংসনীয় দাবী ফরিদা বেগমের নাতির।
শুধু ফরিদারা একা নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার এ ১ টাকার ইফতারের দোকানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় লেগেই থাকে।বিকেল ৪ টা থেকে দোকানটি খোলার কথা থাকলেও দুপুরের পর লম্বা লাইন লেগে যায় শহরের নবাবগঞ্জ সরকারী কলেজ গেট এলাকায় স্থাপিত এ দোকানে। মধ্যবৃত্ত, নিম্ন মধ্যবৃত্ত এবং শ্রমজীবি মানুষের ঠিকানা হয়ে উঠেছে এ দোকানটি।
অসহায় ছিন্নমূল ভাসমান মানুষরা যেন এটাকে দান মনে না করে। শুধু তাদের সম্মানের কথা ভেবেই ১ টাকার বিনিময়ে তাদের এ মহৎ উদ্যোগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মৃত আনোয়ার হোসেনের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনসাধারনের উপকারার্থে এমন মহৎ উদ্যোগ আগামীতেও চলমান রাখার প্রতিশ্রতি বিএনপির এ নেতার।
১২ পদের এক টাকার ইফতার প্রতিদিন ২শ জনকে দেয়া হলেও আগামীতে এর পরিমান আরও বাড়ানোর প্রতিশ্রতি আয়োজকদের।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT