• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

পাবনায় ছেলের হাতে পিতা খুন


পাবনা রাজশাহী মার্চ ২২, ২০২৫, ০৪:০৩ পিএম
পাবনায় ছেলের হাতে পিতা খুন

পাবনা: সাঁথিয়ায় পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে । শনিবার (২২ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের  পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে বাঁশ কাটতে পিতাকে সাহায্য করার জন্য ঘুম থেকে ডেকে তোলায় পিতার সাথে ছেলের কথা কাটাকাটি হয়।
 
এক পর্যায়ে ছেলে মানিক হোসেন (২৫) তার পিতা আবুল মালেক (৫০) কে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত মলেক শেখ মৃত তয়জাল শেখের ছেলে। স্বজনদের দাবি ছেলে মানিক হোসেন মাদকাসক্ত।


 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে পিতা আব্দুল মালেক তার নিজ বাঁশ বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তার ছেলে কে তার সাথে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে মানিক হোসেন সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে পিতা আব্দুল মালেক কে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল মালেকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এআর

Wordbridge School
Link copied!