• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

নীলফামারীতে আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ


নীলফামারী প্রতিনিধি  মার্চ ২২, ২০২৫, ০৪:২০ পিএম
নীলফামারীতে আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নীলফামারী: আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ এর নেতৃবৃন্দরা।

শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এতে বক্তৃতা দেন ওয়ারিয়র্স অব জুলাই জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, সদস্য সচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, মুখপাত্র সিয়াম হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের রাজনীতি করার অধিকার নেই।

এআর

Wordbridge School
Link copied!