• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

তাড়াশে সেচ্ছায় রক্তদান সংগঠনের রক্তদাতাদের মিলনমেলা ও ইফতার মাহফিল


সিরাজগঞ্জ প্রতিনিধি মার্চ ২২, ২০২৫, ০৭:০১ পিএম
তাড়াশে সেচ্ছায় রক্তদান সংগঠনের রক্তদাতাদের মিলনমেলা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জ: তাড়াশস্থ্য “তাড়াশ সেচ্ছায় রক্তদান সংগঠন”র রক্তদাতাদের এক মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজ চত্বরে তাড়াশ সেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও মো. দেলবার হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সংগঠনের উপদেষ্টা মো. শরীফ খন্দকার, প্রভাষক আইযুব আলী, প্রভাষক সনাতন দাশ, বিউটি রাজ, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক এম, আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সেচ্ছায় রক্তদান সংগঠনের সম্পাদক মিরাজ হাসান, সাংবাদিক, লেখক, কবি হাদিউল হৃদয়, সংগঠনের  সদস্য নাইম মুন্না, নবীন শরীফ, মৌ পারভীন, জুঁই প্রমুখ।

আলোচনান্তে সংগঠনের রক্তদাতা সদস্য, কমিটির সংশ্লিট, অতিথি ও দেশও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মো. শরীফ খন্দকার।

উল্লেখ্য, রক্তদাতাদের ওই মিলন মেলা ও ইফতার মাহফিলে শতাধিক রক্তদাতা ও সংঠনের উপদেষ্টা, সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!