Menu
ঠাকুরগাঁও: শুরু হওয়া ইসলামিক অলিম্পিয়াডের তিনদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার পরে বিকেলে এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রশিদ আলম,স্বপ্ন কলি শিল্পী গোষ্ঠীর পরিচালক এম ইসমাইল হায়দার,ব্যতিক্রম সাহিত্য সংসদের এর সাবেক পরিচালক এস এম জুবায়ের ও প্রতিদিনের ঠাকুরগাঁও পেইজের অ্যাডমিন রবিউল এহসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত ও ইসলামিক কুইজের দুটি গ্রুপে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে অলিম্পিয়াডে ৩টি বিভাগের ৬টি গ্রুপে ১৮ জন বিজয়ীকে ১ লাখ ৮ হাজার টাকা নগদ,সম্মাননা স্মারক,সার্টিফিকেট,টি-শার্ট ও চা-সিলিন্ডার উপহার দেওয়া হয়৷
এর আগে গত ১০ মার্চ স্থানীয় অনলাইন পেইজ প্রতিদিনের ঠাকুরগাঁওয়ের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT