• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

পাউবো‍‍র ব্যবস্থাপনায় খালে বাঁধ নির্মাণ, পাথরঘাটায় ৩ ইউনিয়নের কৃষকের ভোগান্তি 


বরগুনা (পাথরঘাটা) প্রতিনিধি মার্চ ২২, ২০২৫, ০৭:৩৩ পিএম
পাউবো‍‍র ব্যবস্থাপনায় খালে বাঁধ নির্মাণ, পাথরঘাটায় ৩ ইউনিয়নের কৃষকের ভোগান্তি 

বরগুনা: পাথরঘাটার নাচনাপাড়া, কাঁঠালতলী ও কাকচিড়া ইউনিয়নের ২০ হাজার কৃষকের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। নাচনা পাড়া ইউনিয়নের মানিকখালি বাজারের দক্ষিণ পাশে খালে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ শুরু হওয়ায় ভোগান্তির আশঙ্কায় ভোগছেন কৃষকরা। 

এর আগে ওই খালে বাধ থাকায়  পানির প্রবাহ বিঘ্নঘটায় ওই বাঁধটি কেটে দিয়েছিল স্থানীয় কৃষকরা। পুনরায় ওই খালে বাঁধ নির্মাণ করতে গেলে ফুসে উঠে এলাকাবাসী প্রতিবাদে ২২ শে মার্চ শনিবার উল্লেখিত খালের পাশেই স্থানীয় কৃষকরা মানববন্ধন করেন।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন স্থানীয় বাসিন্দাদের মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি,তাদের সাথে আলোচনা করে কৃষকের ভোগান্তি দূরকরতে প্রয়োজনীয় নেওয়া হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাথরঘাটা  উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মুছার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নাস্তা পাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোহাম্মদ জলিল খান, ব্যবসায়ী মোহাম্মদ ইনামুল হক মিরাজ, কৃষক মোহাম্মদ ইরতিজা হাসান, মোহাম্মদ শাহিন শিকদার, নার্সারীর ব্যবসায়ী মোহাম্মদ খবির উদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারের দক্ষিণ পাশে খালটিতে পানিউন্নয়ন (পাউবো) বোড বাঁধ দেওয়া নাচনাপাড়া,কাঠালতলী ও কাকচিড়া ইউনিয়নের ২০ হাজার কৃষকের ইরি, রবি ও আমান ফসলে চাষাবাদে চরম সমস্যা হওয়ায় বাধ্য হয়ে আমরা কৃষকরাউল্লেখিত খালের বাঁধ কেটে দিয়েছিলাম।

মানববন্ধনে নার্সারি ব্যবসায়ী খবির উদ্দিন বলেন, এর আগে বাঁধ থাকায় এলাকায় বিভিন্ন জাতের বিজ থেকে  চারা জন্মানো যাচ্ছিলোনা। বর্তামনে আবার উক্ত খালে বাঁধ আমরা এলাকাবাসী পুর্বেরমত সমস্যায় পড়রো। তারা বলেন স্লুইসগেট এর মাধ্যমে খালের পানি প্রবাহ ঠিক রেখে বাঁধ দিতে পারে। আর যদি স্থায়ী ভাবে খালে বাঁধ দেওয়া হয় আমরা কৃষকরা প্রাণে মরে যাবো।

কঠোর হুঁশিয়ারি কৃষকরা বলেন স্লুইসগেট ছাড়া কোনো রকম বাঁধ আমরা নির্মাণ করতে দিবোনা তাতে যদি আমাদের মরতে হয় মরবো।

এ ব্যাপারে  পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও বলেন ওই খালে পানি প্রবাহ নিশ্চিত রাখার জন্য এলাকাবাসী ও কৃষকের গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি পেয়েছিলাম। ওই স্বারকলিপি এবং আজকে মানববন্ধনের বক্তব্যের বিষয়ে বিস্তারিত কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!