• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা


রাজশাহী ব্যুরো মার্চ ২২, ২০২৫, ০৭:৩৭ পিএম
রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা

রাজশাহী: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন।

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ডান্ট কামরুন নাহার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামিমা নাসরিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা ও নগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নারী পুলিশ সদস্যরা। 
 
এআর

Wordbridge School
Link copied!