Menu
খুলনা: খালিশপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ হাসান হাওলাদার নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে গুলিভর্তি একটি রিভলভার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) কেএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, ঈদুল ফিতর উৎসব ও নিরাপদ পরিবেশে উৎযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জনন্য পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময়ে তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেন। এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে বলে তিনি জানান।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT