Menu
কক্সবাজার: টেকনাফের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে। শনিবার (২২ মার্চ) ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।
নৌকার মালিক মোহাম্মদ আমিন বলেন, মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহি নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌ-ঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌকাটি এবং ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন।
তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হন। তাকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT